ট্রুকলারে ব্লক লিস্ট

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫০:১৪,অপরাহ্ন ২৯ জুন ২০১৮ | সংবাদটি ২৬৬ বার পঠিততথ্যপ্রযুক্তি ডেস্ক:: ট্রুকলারের নতুন ভার্সনে নতুন একটি ব্লক সেকশন যুক্ত করা হয়েছে। নতুন এই ব্লক সেকশন-এর সাহায্যে গ্রাহকরা ব্লক লিস্ট ম্যানেজের বিশেষ সুবিধা পাবেন। এই ফিচারের মাধ্যমে অ্যাপ থেকে খুব সহজেই ব্লক করা নাম্বারগুলো ম্যানেজ করা সম্ভব হবে।
ট্রুকলারের নতুন ভার্সনটি গুগল প্লে স্টোর থেকে এখন ডাউনলোড করা যাচ্ছে। গত সপ্তাহেই প্রিমিয়াম গ্রাহকদের জন্য প্রোফাইল ভিজিটারদের দেখানোর একটি বিশেষ ফিচার এনেছিল প্রতিষ্ঠানটি।
তবে নতুন ব্লক সেকশন ছাড়াও এই আপডেটে এসএমএস সেকশনে বাগ ফিক্স করা হয়েছে যার মাধ্যমে দেখা এসএমএস গুলো আলাদা করে চিহ্নিত করা যাবে।
তবে নতুন এই আপডেট রিলিজের সঙ্গে সঙ্গেই উইন্ডোজ ফোনে সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ট্রুকলার।