মাদ্রিদে ‘পরবাসে আনন্দের একদিন’

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৫:৫৩,অপরাহ্ন ০১ জুলাই ২০১৮ | সংবাদটি ১৭৭ বার পঠিতপ্রবাস ডেস্ক:: স্পেনের রাজধানী মাদ্রিদের প্রাণকেন্দ্রে রানী সুফিয়া যাদুঘর পার্কে শনিবার ‘পরবাসে আনন্দের একদিন’ শীর্ষক এক জমকালো উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তেসহ অন্যানো দেশের ১৫টি সামাজিক ও মানবাধিকার সংগঠন এই আয়োজন করে।

উৎসবে বাংলাদেশ, আফ্রিকা,আলজেরিয়া, মরক্কো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রায় পাঁচ শতাধিক প্রবাসী অংশ নেন। প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সুফিয়া মিউজিয়ামের প্রধান পরিচালক ম্যানুয়েল বোরজ-ভিল্লে, পরিচালক আনা লঙ্গোনি, রাফায়েল পিমেণ্টেল, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী প্রমুখ।
উৎসবে দেশের ঐতিহ্যবাহী পুলি, ভাপা, দুধ চিতই, পাটিসাপটা, প্যারা, জিলাপি ও সাজের পিঠাসহ হরেক রকমের পিঠার পসরা সাজিয়েছিলেন মাদ্রিদ প্রবাসী বাংলাদেশি নারীরা। এছাড়া আফ্রিকান, এশিয়ান, আরাবী ও স্প্যানিশ ও পরিবেশন করা হয়।
এ সময় ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সরকার, নারী নেত্রী আফরোজা রহমান, ব্যাবসায়ী আলমগীর হোসাইন, এম আই আমিন, রাজনীতিবিদ আবু জাফর রাসেল, তানিয়া সুলতানা ঝরনা, লুনা আলম আখি, জান্নাত শিউলি, মারুফা আরেফিন, সেতু হাসান, নিগার সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।