করোনাজয়ী আরো ১৪৫ পুলিশ সদস্য বাড়ি ফিরলেন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০৮:৫৫,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ২৩৭ বার পঠিতকরোনা আক্রান্ত আরো ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তারা মঙ্গলবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। তাদের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সরকারের আইইডিসিআরর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় ৫০০ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।