৩২ বছর পর সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৯:১৪,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৩৫৭ বার পঠিতছেলের বয়স মাত্র দুই বছর। সেটা ১৯৮৮ সালের কথা। চীনের সানঝি প্রদেশে নার্সিং হোম থেকে ছেলে মাও ইনকে আনতে যান বাবা মাও ঝেনজিং। রাস্তার মাঝে ছেলে পানি খেতে চাইলে বাবা একটি হোটেলে যান।
বাবা কিছু গরম পানি এনে দেখেন ছেলে নেই। চারপাশে তন্নতন্ন করে দেখেন কোথাও নেই! এর পর কেটে গেছে টানা ৩২ বছর। এর মধ্যে অন্তত ১ লাখ প্রচারপত্র বিলি করেছেন সেই দম্পতি। হয়েছেন পুলিশের দ্বারস্থও।
চলতি এপ্রিল মাসে চীনের সিচুয়ান প্রদেশের এক পুলিশকে এক লোক জানান যে বহু বছর আগে এক শিশুকে দত্তক নিয়েছিলেন। এর পর ৩৪ বছর বয়সী সেই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর পর ডিএনএন টেস্ট করে দেখা যায় তিনি আর কেউ নয় মাও ঝেনজিংয়ের ছেলে মাও ইন। এখন সে বাবা-মার কাছেই আছেন। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।