বরিশালে ১২ পুলিশ সদস্যসহ আক্রান্ত ১৫ জন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৯:৩৬,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৪৩৭ বার পঠিতবরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১২সদস্যসহ মঙ্গলবার ১৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় ১০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা সকলেই মেট্রোপলিটন পুলিশ লাইনন্সে কর্মরত। তাদের বয়স ২৫থেকে ৫৫ বছর। আক্রান্ত দুজন পুরুষ বরিশাল মহানগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা। তাদের বয়স ৫২ ও ১৫ বছর। অন্যজন নগরীর চকবাজার এলাকার বাসিন্দা পুরুষ (৩৩)।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে একজন আর্মড সাব-ইন্সপেক্টর। অন্য ১১ জনের মধ্যে চারজন নায়েক। আক্রান্তদের বিভাগীয় পুলিশ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। এনিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, নতুন আক্রান্তদের অবস্থানস্থল লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তারা কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।