ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:০৬:৪৩,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৩৭৭ বার পঠিতসুনামগঞ্জ ছাতকে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন।
মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের ফিরোজ আলী ও শহিদ মিয়ার মধ্যে গরু নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত সিরাজ মিয়াকে (৩৫)সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। সিরাজ মিয়া গ্রামের চমক আলীর পুত্র এবং শহিদ মিয়া পক্ষের লোক। শহিদ মিয়া জানান ফিরোজ আলী ও তার মধ্যের ঘটনাটি স্থানীয়ভাবে নিষ্পত্তি করার পর ফিরোজ আলীর বাড়ির পাশ দিয়ে যাওয়া অবস্থায় সিরাজ মিয়ার উপর প্রতিপক্ষরা হামলা করে তাকে খুন করেছে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান। সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল,ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।