বাংলাদেশের ‘মাছের ঝোল’ এখনও মিস করেন ওয়াসিম আকরাম

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:৫৭,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৪৫৫ বার পঠিততামিম ইকবালের ফেসবুক লাইভে এসে পুরনো দিনের স্মৃতি হাতড়ে বেড়ালেন পাকিস্তান এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। বাংলাদেশের সাবেক তিন ক্রিকেট তারকা, যারা ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের নায়ক ছিলেন- সেই আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং খালেদ মাসুদ পাইলটদের সঙ্গে মঙ্গলবার রাতে তামিমের ফেসবুক লাইভে এসে পাকিস্তানের ওয়াসিম আকরাম বললেন, ‘এখনও তিনি বাংলাদেশের মাছের ঝোলকে খুব বেশি মিস করেন।’
পুরো ক্যারিয়ারে অনেকবারই বাংলাদেশে এসেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম পেসার ওয়াসিম আকরাম। কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে, আবার কখনো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলতে। ক্রিকেট ছাড়ার পরও এই দেশে আসা হয়েছে তার বেশ কয়েকবার. ক্রিকেট ধারাবাষ্য দিতে। যার সুবাদে বাংলাদেশে দীর্ঘ সময় থাকতে হয়েছে ওয়াসিম আকরামকে।
১৯৯৫ সালেই তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আবহানীর হয়ে খেলেছেন। লাইভ চ্যাটের এক পর্যায়ে সঞ্চালক তামিম ইকবাল ওয়াসিম আকরামের কাছ থেকে একটা বিষয় বের করার চেষ্টা করেন। সেটা হচ্ছে, ১৯৯৫ সালে যখন তিনি বাংলাদেশে খেলতে এলেন, তখন তো তিনি বিশ্বসেরা তারকাদের একজন। তো কিভাবে তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ হলেন ওই সময়?
তামিম জিজ্ঞাসা করেন, ‘ওয়াসিম ভাই, আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, ১৯৯৫ সালে আপনি আবহানীর হয়ে খেলেছিলেন। তখনই তো আপনি একজন সুপারস্টার। কেন আপনি চিন্তা করেছিলেন, কেন বাংলাদেশে এসে ওই সময় আবাহনীর হয়ে খেলে গেছেন?’
ওয়াসিম তখন জানিয়ে দেন, সাবিক বিসিবি প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে এসে খেলার জন্য। তিনি বলেন, ‘সবার আগে আমি চিন্তা করি, বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে কতটা আগ্রহী এবং ক্রিকেটের সঙ্গে তারা কতটা সংশ্লিষ্ট, তা জানতে চেয়েছিলাম। বিশ্বাস করুন আর নাই করুন, অর্থনৈতিক বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমার এখনও স্মরণে আছে, (মোস্তফা) কামাল ভাই, তিনি আমাকে নীলদের (মূলতঃ আকাশি-হলুদ, আবাহনী) হয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমাকে অনুরোধ জানান যে, তুমি অবশ্যই আবাহনীর হয়ে মোহামেডানের বিপক্ষে ম্যাচে খেলতে বাংলাদেশে আসবে। আমাদের দেশে (পাকিস্তানে) তোমাদের দেশের মত খেলার জন্য ফুটবল কিংবা ক্রিকেটে- এমন অসাধারণ ক্লাব নেই।’
বাংলাদেশে এসে ক্লাব ক্রিকেট খেলার অভিজ্ঞতার কথা জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমার মনে আছে, আবাহনীর হয়ে প্রথম ম্যাচেই (ব্রাদার্স ইউনিয়ন) দেখেছি স্টেডিয়াম ভর্তি হয়ে যেতে। বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের এতবেশি আগ্রহ দেখে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। এর আগে যারা বাংলাদেশে খেলে গিয়েছিল, তাদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক গল্প শুনেছিলাম। কিভাবে তারা গ্যালারিভর্তি স্টেডিয়ামে খেলে গেছেন। আমি এর আগে কখনোই ভাবতে পারিনি, বাংলাদেশে ক্রিকেট এত বড় একটি জায়গা দখল করে আছে। এ কারণেই বাংলাদেশ আমার এত কাছের।’
এরপরই বাংলাদেশে ঘোরা এবং খাবারের প্রসঙ্গ আসে ওয়াসিম আকরামের। তিনি বলেন, ‘এরপরই আমি চেয়েছি বাংলাদেশকে ঘুরে দেখতে। এদেশের খাবার খেতে এবং মানুষ সম্পর্কে জানতে। শুধু তাই নয়, আমি তোমাদের মাছের ঝোলকে এখনও খুব মিস করি।’