ইতালীতে করোনায় আরও এক বাংলাদেশীর মৃত্যু
নাসরিন ইসলাম ইতালি
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:৩৮,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৩১৪ বার পঠিতইতালীতে করোনায় আরও এক বাংলাদেশীর মৃত্যু
মরনঘাতী করোনায় ইতালীতে মিয়া কাশেম (৫৫) নামে আরও এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন )এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ১১জন প্রবাসীর।
খোজ নিয়ে জানা গেছে, ইতালীর রাভেন্না শহরের স্থানীয় একটি হাসপাতালে গত ১৩ মে বুধবার তিনি মারা গেছেন। তাঁর পরিচিত (রুমমেট) আরমান জানান, মৃত মিয়া কাশেম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত ফ্রেবুয়ারী থেকে তিনি স্থানীয় হাসপাতালে কেমোথেরাপী নিচ্ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অনেকটা সুস্থ হয়ে দু’সপ্তাহ আগে সবশেষ থেরাপী নিয়ে বাসায় ফেরার কথা ছিল। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার হাসপাতাল থেকে বাসায় পরিচিতজনদের জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, মৃত মিয়া কাশেম এর গ্রামের বাড়ি ফেনীর কসবা উপজেলায়। রাভেন্না শহরে দীর্ঘদিন তিনি ভাসমান ব্যবসা করতেন। মৃত্যুকালে দেশের বাড়িতে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।