করোনার প্রভাব,ইতালিতে ঈদের আমেজ নেই প্রবাসীদের

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:০৯,অপরাহ্ন ২১ মে ২০২০ | সংবাদটি ৩২৬ বার পঠিতকরোনার প্রভাব,ইতালিতে ঈদের আমেজ নেই
ইতালিতে করোনা ভাইরাসের ফলে সবচেয়ে বেশী প্রভাব পরেছে ব্যবসায়ীদের উপর। লকডাউন খুলে দেওয়া হলেও নাই কোন বেচা বিক্রি। প্রবাসী বাংলাদেশীদের মাথায় হাত। প্রতি বছর ঈদকে সামনে রেখে রাজধানী রোম সহ বিভিন্ন শহরে বাংলাদেশী শাড়ী চুরি,কেনার হিরিক পরে। এ বছর নেই সেই ঈদ বাজারের ধুম। আমেজ নেই প্রবাসীদের মাঝে। করোনার ফলে কর্মহীন হয়ে বাসায় অবস্থান করায় আর্থিক সংকটে পরেছে প্রবাসীরা। বাংলাদেশী ব্যবসায়ীরা সারা বছর বেচা কেনা না হলেও ঈদ,বৈশাখী উৎসবে আমাদের বেশ বিক্রি হত অথচ এ বছর আমাদের সব শেষ।রোমের ব্যবসায়ী সুলতানা লিপি বলেন এ বছর ঈদের ব্যবসা শেষ। লায়লা ফ্যাশনের সত্ত্বাধিকারী লায়লা শাহ বলেন বিশ্ব ব্যাপী সমস্যা কিছুই করার নেই,বাস্তবতা মেনে নিতে হবে।হাজারো সমস্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবকে সামনে রেখে প্রবাসেও চলছে ব্যাপক প্রস্তুতি। সামাজিক দুরত্ব বজায় রেখে এ বছরও খোলা মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঈদ খুশির বার্তা নিয়ে আসলেও এ বছর প্রবাসীদের মাঝে আনন্দ নেই।