করোনায় ২৫৯ বাংলাদেশির মৃত্যু আমেরিকায় আগস্টের মধ্যে দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৪:২৭,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ২১৬ বার পঠিতকরোনায় ২৫৯ বাংলাদেশির মৃত্যু
আমেরিকায় আগস্টের মধ্যে দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যুর ২৯ শতাংশই আমেরিকায়। কম বেশি প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই অবস্থা চলতে থাকলে আগামী আগস্ট মাসের মধ্যে করোনায় সংক্রমিত হয়ে প্রায় দেড় লাখ মানুষের নিশ্চিত মৃত্যু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে করোনায় সংক্রমিত হয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত অফিসার আবদুল্লাহ আল মামুনের বাবা খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২৫৯ বাংলাদেশির মৃত্যু হলো।
১৭ মে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, করোনায় সংক্রমিত হয়ে আরও প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু ছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ৩২ হাজার রোগী। আগের ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ১৩৯ জনের মৃত্যুর কথা জানিয়েছেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি বলেছেন, সংক্রমণ কমছে, হাসপাতালে ভর্তি সহনীয় হয়ে আসছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ৭০০টির বেশি টেস্টিং কেন্দ্র খোলা হয়েছে। নগর কেন্দ্রের বাইরের এলাকগুলো ধাপে ধাপে খুলে দেওয়া হচ্ছে। মানুষ মাস্ক পরে বেরিয়ে আসছেন। এ সপ্তাহ থেকেই সড়ক জনপদের কোলাহল ধীরে ধীরে বাড়বে বলে মনে করা হচ্ছে।
আমেরিকায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে প্রায় ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি এলেক্স আজার ১৭ মে সন্ধ্যায় বলেছেন, করোনায় এত মৃত্যুর জন্য লোকজনের স্বাস্থ্যের পূর্বাবস্থাই বেশি দায়ী। কৃষ্ণাঙ্গসহ যাদের শরীরে আগে থেকেই নানা অসুখ ছিল তাদের বেশি মৃত্যু হয়েছে।
যদিও আমেরিকায় এখন সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে সমুদ্র এলাকা খুলে দেওয়া হচ্ছে। মানুষ বেরিয়ে পড়ছে। তবে অনেকেই সতর্ক থেকেই বের হচ্ছেন। এরপরও আশঙ্কার কথা আসছে-করোনাভাইরাস আরও বিপুল আকারে আবার ফিরতে পারে। আসছে শীতের মৌসুমে কী হবে? ভ্যাকসিন কী আদৌ আসবে এর মধ্যে? এসব প্রশ্নের উত্তর এখন একেকজনের কাছে একেক ভাবে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, ভ্যাক্সিন আসুক, না আসুক তিনি সব চালু করতে চান।