ইতালিতে মুন্সিগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৩:২২,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ২৫৬ বার পঠিতমোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি
ইতালির রোমে মুন্সিগঞ্জ জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ মে সন্ধ্যা ৭ টায় তুরপিনাত্তারা’ র একটি হল
রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান নাজমুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি’র সাবেক সভাপতি ও ধূমকেতু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু।
এ সময় উপস্হিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি শরিফ পাইক,সহ সভাপতি আলম মাহমুদ, আফজাল মিঝি, মাসুদ আল মেহেদি,
যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাবেদ বেপারি শাহিন, সদস্য ফিরোজ আলম, সন্মানিত সদস্য মজিবুর রহমান প্রমূখ।
এ সময় স্হানীয় মসজিদের ইমাম মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মহামারি করোনা ভাইরাসে ও বাংলাদেশে সাইক্লোনে নিহতদের জন্য দোয়া করা হয়।