রোমে বৃহত্তর ঢাকা সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:১৪,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ৩০৮ বার পঠিতরোমে বৃহত্তর ঢাকা সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল
তাকওয়া ও আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি ইসলামের বার্তা বিদেশীদের কাছে পৌছে দিতে দীর্ঘ লক ডাউন শেষে গতকাল ১৮/০৫/২০২০ইং (২৫ শে রমজান) প্রতি বারের ন্যায় এবারও খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি । সম্প্রতি রোমের লার্গো পেনেস্তে পার্কে বৈশ্বিক মাহামারি করোনা ভাইরাসের কারনে লক ডাউন পরবর্তীকালে আন্দন ও ধর্মীয় রীতিনীতি ও ইতালিয় সরকারের করোনা নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়ের আহমেদ রিপন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনঞ্জুর আহমেদের সঞ্চালনায় এবং ধুমকেতু সামাজিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধুমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু।
ইউ কে অবস্থান করায় কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য প্রদান করে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি কাজী মুনসুর আহমেদ সিপু।
লক ডাউন প্রায় পুরোটাই উঠিয়ে নিয়ে নামাজের সুযোগ ও খোলা মাঠে ইফাতার ও দোয়া মাহফিল করতে দেয়ায় প্রশাসনকে ধন্যবাদ ও সন্তুোষ প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন,ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,বৃহত্তর ঢাকা সমিতি ইতালির উপদেষ্টা আব্দুর রসিদ,মজিবুর রহমান, ইতালি বাংলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আরিফ হোসেন খান সুহেল, প্রচার সম্পাদক মহিব হাসান, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ইতালি,ঢাকা জেলা সমিতি ইতালি, নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালি, গাজিপুর জেলা সমিতি ইতালি, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি, নরসিংদী জেলা সমিতি ইতালি’র নেত্রীবৃন্দ।
বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারন সম্পাদক মাহে আলম শ্যামল, মুন্সিগঞ্জ – বিক্রমপুর যুব পরিষদ ইতালি’র সভাপতি নাজমুল হোসেন, নারায়ণগঞ্জ যুব পরিষদ সভাপতি রুবেল হোসেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সহ সভাপতি জমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নয়ন ও মনির হোসেন।
এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সমিতির নেত্রীবৃন্দ সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি নূরে আলোম সিদ্দিকী বাচ্চু ইতালীয় নাগরিকদের জন্য ইতালীয়ান ভাষায় রমজানের গুরত্ব তুলে ধরেন এবং ইতালিয় সরকারের সকল আইন কানুন এর পাশাপাশি করোনা ভাইরাস থেকে ইতালিতে অবস্থিত সকলকে এবং নিজেকে নিরাপদ রাখতে সরকারের নির্দেশনা মেনে চলতে উপস্থিত সকল কে অনুরোধ করেন এবং প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকল কে নীতি বহির্ভূত কর্মকান্ড এড়িয়ে চলার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরয়ান তেলাওয়াত ও পবিত্র রমজানের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয় তুলেধরে আলোচনা করেন এবং ইতালি সহ সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যান,রহমত,বরকত, নাজাত এবং কোভিট ১৯ মহামারী করোনা থেকে বিশ্ব বাসীর হেফাজত কামনায় দোয়া ও মুনাজাত করেন হাফেজ মাওলানা ফারুক আহমেদ।
ইফাতার পূর্ব মুহুর্তে মাইকে মাগরিবের আজান দেন মাওলানা মিকাইল।
বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জোয়ারের আহমেদ রিপন ও সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ বৃহত্তর ঢাকা সমিতির ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করায় বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীদের ধন্যবাদ ও কৃতজ্ঞ জানান এবং সকল প্রকার ভাল কাজে সহযোগিতা করতে সকল কে অনুরোধ করেন।
ইফতার শেষে খোলা মাঠে জামাতের সাথে সকল মুসল্লি মাগরিবের নামাজ আদায় করেন।