ইতালির ভেনিস নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:২৬:২৫,অপরাহ্ন ২৪ মে ২০২০ | সংবাদটি ৪২৫ বার পঠিতইতালির ভেনিস নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন
নাসরিন ইসলাম,ইতালি
যথাযোগ্য ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে ইতালি সহ ইউরোপের সবকয়টি দেশে আজ রবিবার মুসলমনাদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালিত হয়েছে। বিশ্ব করোনা পরিস্থিতির জন্য ইতালির কোনো কোনো শহরে খোলা মাঠে,কিছু শহরে মসজিদে,কিছু শহরে মসজিদ ছাড়া হলরুমে নামাজ আদায় করা হয়। আবার অনেক শহরে নামাজ পড়ার অনুমতি না থাকায় বাসায় বাসায় নামাজ আদায় করেন প্রবাসীরা। ইতালির ভেনিস শহরে ছয়টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রত্যেকটি নামাজে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয় তবে করোনার জন্য দূরত্ব বজায় রেখে অল্প পরিসরে একাধিক নামাজ এর জামাত পরিচালনা করেন আয়োজকরা।