মিলানে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতর পালিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৫০:২৮,অপরাহ্ন ২৪ মে ২০২০ | সংবাদটি ৯৭৬ বার পঠিতমিলানে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতর পালিত
নাসরিন ইসলাম,ইতালি
মুসলিম জাহানের ঐক্য ও কল্যাণ কামনার মধ্য দিয়ে ইতালির মিলানে ঈদুল ফিতরের নামায পালিত হয়। করোনা ভাইরাসের কারনে প্রসানিক বাধা থাকলেও প্রশাসন এর সহযোগিতায় মিলানোর শাহ জালাল জামে মসজিদে ঈদের ৭ জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ ছুটির দিন থাকায় মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
এ ছাড়া ও মিলান কেন্দ্রীয় জামে মসজিদ,সেন্ট্রাল জামে মসজিদ ,রিপা মন্তী মসজিদ এবং হাজি সরিয়য়াতুল্লা মসজিদে পৃথক পৃথক ভাবে ৫ এর বেশি করে জামাত অনুষ্ঠিত হয় ।
নামায শেষে খুৎবা পাঠ এবং আল্লাহার কাছে বিশ্ব উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।