গাজীপুরের হাজীবাগে দুঃস্থ কল্যাণ সংস্থা’র ঈদ সামগ্রী বিতরণ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৭:১৩,অপরাহ্ন ২৮ মে ২০২০ | সংবাদটি ১২৮৮ বার পঠিতগাজীপুরের হাজীবাগে দুঃস্থ কল্যাণ সংস্থা’র ঈদ সামগ্রী বিতরণ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের হাজীবাগ এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারনে লকডাউন থাকা অবস্থায় অসহায় হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক দুঃস্থ কল্যাণ সংস্থা (রেজিঃ নং-গা-০৮১৪)।
২১ মে শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করে ওই সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহেল রানা।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই ২ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, গুঁড়াদুধ মিনিপ্যাক ১টি।
উল্লেখ্য, প্রতিবছর সামাজিক দুঃস্থ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহেল রানা ঈদ সামগ্রী বিতরণ করে থাকে।