ইতালীর পালেরমোতে স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৪:৩২,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ২২৭ বার পঠিতইতালীর দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোতে লক ডাউনের শীতলতায় খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।এই শহরে প্রায় ১২ হাজার বাংলাদেশী প্রবাসীদের বসবাস। প্রতি বছরের ন্যায় এবারও পালেরমোর ফর ইতালিক পার্কে পবিত্র ঈদুল ফিতরের নামাজের অনুষ্ঠিত হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে এ বছর খোলা মাঠে নামাজ আদায়ের জন্য প্রশাসনের অনুমতি নিতে অনেক বেগ পেতে হয়েছে আয়োজকদের। এবারের ঈদের জামাতের অন্যতম আয়োজক আল-মদিনা জামে মসজিদের পরিচালক ও ইমাম মোঃ ফজলুল হক জানান ” প্রতি বছর পালেরমোতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম অভিবাসী সম্মিলিত ভাবে ঈদের নামাজের আয়োজন করে থাকলেও এই বছর করোনা ভাইরাসের কারণে প্রশাসনের কিছু শর্তসাপেক্ষে মাত্র এক হাজার মুসল্লীর অংশগ্রনের শর্তে এবারের এই ঈদের নামাজের অনুমতি দিয়েছে ইতালিয়ান প্রশাসন। মহামারীর কারণে প্রশাসনের দিকনির্দেশনায় অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে কোলাকুলি বিহীন সবাই একসাথে খোলা মাঠে নামাজ আদায় করতে পেরে আমরা আনন্দিত।তিনি আরো বলেন পালেরমোর বিভিন্ন মসজিদ কমিটির সার্বিক সহযোগিতা সহ আলমিনা জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য স্বপন মল্লিক এই ঈদের নামাজ আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন।
ইউরোপের দেশ ইতালির করোনা ভাইসারে প্রাদুর্ভাবে ইউরোপের মধ্যে সবার আগে আক্রান্ত ও সব থেকে বেশী কতিগ্রস্ত দেশ গুলোর মধ্যে একটি। প্রায় দীর্ঘ তিন মাস পুরো ইতালি লক ডাউন থাকার পর সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ায় গত ১৮ই মে লকডাউন শিথিল করা হয়।তাই এই বছর ইতালিতে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা যাবে কি না তা নিয়ে দেখা দিয়েছিলো অনেক সংশয়।এই কঠিন পরিস্থির মধ্যে এবার পালেরমোতে খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন পালেরমোর পৌরসভার উপদেষ্টা পরিষদের নির্বাচিত সদস্য ডালিয়া আক্তার সুমি। এ বিষয়ে সুমি জানান “করোনা ভাইরাসের কারণে ইতালি একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করেছে। দীর্ঘ দিন পুরো ইতালি লোকডাউন থাকার পর পরিস্থিতি উন্নতি হওয়ায় সম্প্রতি তা শিথিল করা হয়েছে।কারো অসচেতন ভাবে চলাফেরার কারণে এই ভাইসার যাতে আবার ছড়িয়ে না পরে সে দিকে প্রশাসন বিশেষ নজর রাখছে। তাই এবার খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য প্রশাসনের অনুমতি পাবার আগে প্রশাসনের কিছু শর্তাবলী ও দিক নির্দেশনা মেনে চলার শর্তে এই এদের নামাজ আয়োজন সম্মতি পাওয়া গিয়েছে ।বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ,কমুনির উপদেষ্টা বৃন্দ, পালেরমোর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহ ৪০ জনের ও বেশী সেচ্ছাসেবদের কঠিন পরিশ্রম ও সকলের সহযোগিতায় প্রশাসনের সকল শর্ত ও দিকনির্দেশনা মেনে এক মাস সিয়াম সাধনার পর এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ধর্মপ্রাণ মুসল্লীরা সুন্দর ও সুষ্টভাবে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন দেখে আমি আনন্দিত। কমিনিউটির একজন জন প্রতিনিধি হিসেবে আমি আমার দ্বায়িত্বটুকু পালন করেছি মাত্র। তিনি আরো জানান প্রতি ঈদের নামাজে পালেরমোর সিটি মেয়র প্রফেসার লেওলুকা অরলান্দ উপস্থিত থাকলেও এবার শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারলেও তার পক্ষ থেকে পালেরমোর মুসলিম কমিনিউটির জন্য ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সবাইকে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার অনুরোধ জানান “।
নামাজের মাঠে নির্দিষ্ট সংখ্যক মুসল্লীর অংশগ্রনের অনুমতি থাকায় নির্দিষ্ট সময়ের আগেই নারী পুরুষ সহ এক হাজার মুসল্লির উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে পুরো মাঠ।বিশাল এই ঈদের নামাজ পরিচালনা করেন বর্গবেক্কিও জামে মসজিদের খতিব শামীম আহমেদ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মহামারী করোনা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও পালেরমোর বিভিন্ন মসজিদে কয়েক দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। লকডাউন শিথিল থাকায় ঈদের দিন বিকেলে অনেক বাংলাদেশী প্রবাসীদের পরিবার সহ পালেরমোর সমুদ্র সৈকত ও পার্কে ঘোরাফেরা করে ঈদ উদযাপন করতে দেখা যায়।