মৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৩:৪২,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৩৩০ বার পঠিতমৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু
মৌলভীবাজার কারাগারে মোতালেব মিয়া (৪৫) নামে এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৭মে) ভোরে কারাগারে তার মৃত্যু হয়েছে। মোতালেব মিয়া কুলাউড়া উপজেলার জালালপুর গ্রামের গফুর মিয়ার ছেলে।
মোতালেব মিয়া ১৯মার্চ চেক ডিজনার মামলায় ৬ মাসের সাজা ভোগ করছিলেন । ২ মাস ১০ দিন কারাভোগ করার পর আজ বুধবার সকালে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জেল সূত্রে জানা গেছে।
মৌলভীবাজার কারাগারের জেলার আবু মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।