ইতালি বাংলা প্রেসক্লাবের সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২৭:৩৩,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৪২৩ বার পঠিতইতালি বাংলা প্রেসক্লাবের সম্পাদকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর বাবা মরহুম আবু মুছার মৃত্যুতে ও সাংগঠনিক সম্পাদক শিমুল রহমানের বোনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মিলাদ এর আয়োজন করেছে ইতালি বাংলা প্রেস ক্লাব।শুক্রবার জুম্মাবাদ রোমের মসজিদে উম্মায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় লিবিয়ায় গুলিতে নিহত বাংলাদেশীদের জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা,ইতালি বাংলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু,সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান,তারেক হাসান,প্রচার সম্পাদক আরিফুল হক সহ আরো অনেকে।আগামী রোববার মাগরিববাদ মক্কি মসজিদে বরিশাল বিভাগ,যুব,জেলা এবং পিরজোপুর জেলা সমিতির আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।