আগামীকাল রবিবার ভেনিসে মানববন্ধন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৩৮,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৩৮৪ বার পঠিতআগামীকাল রবিবার ভেনিসে মানববন্ধন
আসুন মানবতার পাশে আমরা দাঁড়াই”
পৃথিবীর মানচিত্রের সৌন্দর্যের দেশগুলোর ভিতরে যদি গণনা করা হয় তাহলে ইতালির নামটাই চলে আসে- তার কারণ হলো ইতালির মানুষের মাঝে মানবতার ভরপুর, সৌন্দর্য্যের ভরপুর, সুন্দর জীবন যৌবনের ভরপুর- তাদের মানবতা আছে বলে আমরা এখনও এখানে বসবাস করতেছি, জন্মস্থান মাতৃভূমি থেকে কর্মস্থান মাতৃভূমি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে যা তাদের ঋণ কখনো শোধ করার মতো নয়, তাই ইতালির আইন ও জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবৈধদেরকে বৈধ করার কাগজ জমা নেওয়ার ব্যাপারে যে সকল নিয়ম কানুন প্রক্রিয়া ইতালির সরকার বের করতেছে হয়তো অনেকের দ্বারা কাগজ জমা দেয়া সম্ভব হবে না- তাই আগামী ৩১ই মে রোজ রবিবার সকাল ১০:৩০ মিনিটে ইতালি ভেনিস মেসরের কুইন মার্কেটের সামনে আমরা বৈধ-অবৈধ সমস্ত ভেনিস বাংলাদেশী কমিউনিটি মিলে নিয়ম কানুন গুলো একটু সহজ করার দাবিতে আন্দোলনের ব্যবস্থা করেছি-শুধু বাংলাদেশীদের জন্য নয় সমস্ত জাতির জন্য, ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করিব, আমাদের দাবি সফল হোক এই প্রত্যাশায় ইতালি ভেনিস বাংলাদেশী কমিউনিটি,
বিশেষ দ্রষ্টব্য- ইনশাল্লাহ আমরা অবশ্যই আন্দোলনের মাঠে দূরত্ব বজায় রেখে করব হাতে গোয়ান্তি থাকবে এবং মুখে মাক্স থাকবে ,
হোসাইন মোবারাক,ভেনিস