বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজোর ঈদ পালন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:৫৫,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৩৮২ বার পঠিতবাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজোর ঈদ পালন
নাসরিন ইসলাম,ইতালি
ইতালির ত্রেভিজো শহরে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ কালচারাল এসোশিয়েশন ত্রেভিজো ঈদ পালন করেছে। সকালে একটি বাসায় সংগঠনের নেতৃবৃন্দরা সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে কুশল বিনিময় করেন এবং একে ওপরের বাসায় আপ্পায়ন করার মধ্য দিয়ে দিনটি আনন্দের মাঝে কেটে যায়। মসজিদে নামাজ আদায় করতে পারবেন না জেনে হতাশায় ছিলেন। পরে কয়েকজন একত্রিত হয়ে নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহ রাব্বুল আল আমিন এর উপর শুকরিয়া আদায় করেন। ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম পান্না, সভাপতি ওবায়দুল রহমান রতন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তন্ময়,হাসিব অর্থ সম্পাদক হাসিব রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।