আমরা কজন এর আয়োজনে ত্রেভিজোতে ঈদ পালন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪২:০৬,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ১৪৩৭ বার পঠিতআমরা কজন এর আয়োজনে ত্রেভিজোতে ঈদ পালন
নাসরিন ইসলাম,ইতালি
ইতালির ত্রেভিজোতে আমরা ক’জন এর আয়োজনে ঈদুলফিতর পালিত হয়েছে। ইতালি সরকার করোনা পরিস্থিতির জন্য মসজিদ বা খোলা জায়গায় এই বছর মুসলমানদের ঈদের নামাজ এর আয়োজন করার অনুমতি না দিলে ত্রেভিজো শহরের কয়েকজন প্রবাসীদের উদ্যোগে বাসায় জামায়াত করে ঈদুল ফিতর এর নামাজ আদায়ের আয়োজন করা হয়।প্রবাসী আজহারুল ইসলাম (ফরহাদ) ইশতিয়াক আহাম্মেদ (টুটুল) রফিকুল ইসলাম (সবুজ) নুর আলম(প্যারিস) রাসেদুল আলম কর্তৃক আয়োজিত স্বল্প পরিসরে ঈদের নামাজ আদায় করতে পেরে শুকরিয়া আদায় করেন এবং একে ওপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আনন্দিত সকলেই।
আমরা কজন আর সদস্যারা আশাবাদ ব্যক্ত করেন আগামীতে কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট সকল কার্যকর অব্যাহত থাকবে এবং প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করবেন।