ইতালির মোনফাল্গুনে প্রবাসীদের ঈদ পালন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৪৩:৩৬,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৩৯০ বার পঠিতইতালির মোনফাল্গুনে প্রবাসীদের ঈদ পালন
নাসরিন ইসলাম,ইতালি
ইতালির রোমে খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করা হলেও ইতালির অনেক শহরের প্রবাসীরা মসজিদে গিয়েও ঈদের নামাজ আদায় করতে পারেননি। ইতালি সরকার করোনা পরিস্থিতির জন্য মসজিদ সহ খোলা জায়গায় বা অনত্র নামাজ পড়ার অনুমতি দেয় নাই। ফলে হতাশা নিয়ে ইতালির মনফাল্গুনে শহরের প্রবাসী কয়েকজন উদ্যোগে সীমিত আকারে বাসায় ঈদের নামাজ আদায় করেন। মনফাল্গুনে গরিজিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক,প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, হামিম হুসাইন, আরজু মিয়া, মামুন মিয়া,আরিফুজ্জামান আরিফ সহ উপস্থিত প্রবাসীরা ঈদের নামাজ স্বল্প পরিসরে আদায় করতে পেরে আনন্দিত এবং শুকরিয়া আদায় করেন।