ইতালি মনফালকনে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৫:২৪,অপরাহ্ন ৩১ মে ২০২০ | সংবাদটি ১৬১৭ বার পঠিতইতালি মনফালকনে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুম্মোন আহমেদ,মনফলকনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ইতালি মনফালকনে গরিঝিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদীদল মনফালকনে গরিঝিয়া শাখার প্রধান উপদেষ্টা জনাব ফরিদুল ইসলাম আনিস সাহেবের এর বাসায় ঘরোয়া পরিবেশ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং দোয়া শেষে তবারক বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম মোস্তাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হামীম হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার সাবেক প্রধান আহবায়ক জনাব নুরুল আমিন খন্দকার, সদস্য আহবায়ক এস,এম কবির, আমিনুল ইসলাম বাচ্চু,বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার সহ সভাপতি মোঃ মামুন মিয়া, এম ডি মিজানুর রহমান, মাসুম মিয়া, ইদ্রিস হাওলাদার, সাধারণ সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভূইঁয়া, সহ সাধারণ সম্পাদক দিলু শেখ,বিএনপির নেতা জামাল মিয়া, মোঃ সাইফুল ইসলাম,আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক এমডি জহিরুল ইসলাম,জাকারিয়া মঞ্জুর, শরীফ হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ নেয়ামত উল্লাহ, বিএনপির নেতা মোঃ সুমন আহমেদ,মোঃ মাসুম আলী, ১ নং সম্মানিত সদস্য সাইমন রহমান, বিএনপি নেতা ওমর হুসাইন ফারুক, মোঃ জহিরুল ইসলাম, মোঃ তারেক রহমান, জিল্লু মিয়া, মোঃ হানিফ মিয়া প্রমূখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, ও সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক, এবং সাধারণ সম্পাদক হামিম হুসাইন উনারা,
করোনা মহামারির কারণে গণজমায়েত বন্ধ থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান পালন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী , আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশ নায়ক জনাব তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের জন্য দোয়া কামনা করা হয়। বিশ্বব্যাপী করোনা মহামারির হাত থেকে দেশ ও জনগণকে রক্ষার মাধ্যমে সারা পৃথিবীর স্বাভাবিক শান্তি ফিরিয়ে দিতে মহান আল্লাহর তায়ালার কাছে প্রার্থনা করা হয়।