ইতালিতে সহজ শর্তে সবাইকে বৈধতা দেওয়ার দাবিতে প্রবাসীদের মানববন্ধন কর্মসূচি পালিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:১২:৫৯,অপরাহ্ন ০১ জুন ২০২০ | সংবাদটি ১৮৭৯ বার পঠিতইতালিতে সহজ শর্তে সবাইকে বৈধতা দেওয়ার দাবিতে প্রবাসীদের মানববন্ধন কর্মসূচি পালিত
নাসরিন ইসলাম ,ইতালি থেকে
ইতালিতে বৈধ ভাবে বসবাস করছে প্রায় ২ লাখ বাংলাদেশী। এছাড়াও বিভিন্ন পথে আসা অবৈধদের সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। দীর্ঘ প্রায় ৮ বছর পর ইতালীতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দেয়ার আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে।
ইতালি সরকার আগামী কাল ১ লা জুন হতে বৈধ হবার আবেদন জমা নেয়া শুরু করছে ,কিন্তু যে প্রক্রিয়ায় আবেদন নেয়া হবে তাতে বহু বাংলাদেশী সহ বিভিন্ন দেশ হতে আসা অভিবাসীরা বৈধ হবার প্রক্রিয়া হতে বাদ পরবে। মূলত কৃষিকাজ ও বাসাবাড়িতে বয়স্কদের দেখাশোনার কাজে যারা রয়েছেন তারাই বৈধ হবার সুযোগ পাবেন। রবিবার ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দর আয়োজনে প্রায় হাজার বাংলাদেশী সহ বহু ইতালিয়ান দেড় অংশগ্রহণে ৪ টি দাবী দাওয়া নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ ইতালিয়ান সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তাদের দাবিগুলো হলো সকল ক্যাটাগরিতে সৌজন্য প্রদান,পূর্বের ন্যায় সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে সৌজন্য প্রদান এবং কাজ দেখিয়ে তা নবায়ন করা , করোনার কারণে বাংলাদেশে আটকে পরা প্রবাসীদের সৌজন্যর মেয়াদ বাড়িয়ে দেয়া ,ইতালিতে প্রবেশে অনুমতি দেয়া , এবং বাংলাদেশে আটকে পরা পরিবারের সন্তানদের ইতালিয়ান সুযোগ সুবিধা দেয়া ও বিনা শর্তে ইতালিতে প্রবেশে অনুমতি প্রদান করা। অবৈধ ভাবে বসবাস কারীদের বিনা সর্তে বৈধতা দিলে তারা প্রতারনা ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাবে।
নির্ধারিত দূরত্ব বজায় রেখে ব্যানার , ফেস্টুন ও প্লেকার্ড হাতে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে সমাবেশ সফল করায় ভেনিস , এেভিজো ও আসপাশের শহর হতে আসা সবাইকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দরা। এ সময় সমাবেশ আয়োজন কারীদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ কামরুল সারোয়ার , বিল্লাল হোসেন ঢালী , কাজী রোনাক , আবু তাহের খান , মোবারক হোসাইন , রফিক সৈয়াল , তাজুল ইসলাম , মোস্তাক হোসেন , সোহেলা আক্তার বিপ্লবী , ইব্রাহিম জমারদার , শহিদুল ইসলাম , আরফান মাস্টার প্রমূখ ।এছাড়া ভেনিসে সকল রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা এবং অন্যান্ন দেশের নাগরিকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।