সীমিত পরিসরে ওমরাহ পালন শুরু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:২১,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ২৫২ বার পঠিতসীমিত পরিসরে ওমরাহ পালন শুরু
৪ঠা অক্টোবর থেকে সীমিত পরিসরে ওমরাহ পালন শুরু করবে সৌদিবাসি। পহেলা নভেম্বর থেকে ওমরাহ করতে পারবেন বিশ্ব মুসলিম জাহান।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর সীমিত পরিসরে হজ আয়োজন করেছিল সৌদি আরব। বিদেশ থেকে হজ্জ পালনে কেউ অনুমতি পায়নি। করোনার জন্য আটকে ছিল উমরাহ হজ্জ পালনও। অবশেষে আগামী ৪ অক্টোবর থেকে ধীরে ধীরে দেয়া হচ্ছে ওমরাহ পালনের অনুমতি।
প্রথমে ৪ঠা অক্টোবর থেকে সীমিত পরিসরে ওমরাহ পালন শুরু করবে সৌদিবাসিরা। পহেলা নভেম্বর থেকে ওমরাহ করতে পারবেন বিশ্ব মুসলিম জাহান।
বিশ্ব মুসলিম জাহানের কথা চিন্তা করে চার ধাপে ওমরাহ পালনের প্রস্তুতি নিয়ে কাবা ঘর খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তবে করোনা মহামারির কারণে এবার সীমিত সংখ্যক মুসল্লি ওমরাহ হজে অংশ নিতে পারবেন।