কুলাউড়া পৌর তাঁতীলীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:৩৯,অপরাহ্ন ২৭ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ২২৫ বার পঠিতমৌলভীবাজার জেলা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ আলী হায়দার, সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলীর নির্দেশনায় কুলাউড়া পৌর তাঁতীলীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছেন কুলাউড়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক প্রভাষক আফজাল রসিদ খাঁন শিবলু ও সদস্য সচিব ইবাদুল আলম সুলাভ।
কমিটিতে সভাপতি পদে শাকিল আহমদ বখশকে এবং রবিন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অন্যান্যের মধ্যে সহ-সভাপতি পদে রুয়েল আহমদ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাহিদ আহমদ জাফরান, হোসাইন বদরুল, রুজেল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে গোবিন্দ মালাকার, রায়হান আহমদ, সনজু দাশ, অর্থ সম্পাদক রোহান নিয়াজী, দপ্তর সম্পাদক বাপ্পী বর্ধন, তথ্য ও গবেষণা সম্পাদক জীবন আহমদ, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বস্ত্র ও তাঁত শিল্প বিষয়ক সম্পাদক নয়ন আহমদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক হৃদয় আহমদ; সম্মানিত সদস্য পদে সুদীপ মালাকার, সুরঞ্জিত মল্লিক, ঝুটন দাশ, বিজয় দাশ প্রমুখকে নির্বাচন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর কমিটি গঠন শেষে আনুষ্ঠানিকভাবে কমিটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামীলীগ নেতা জামাল হোসেন, মোছাদ্দিক আহমদ নোমান, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আফজাল রসিদ খাঁন শিবলু, সদস্য সচিব ইবাদুল আলম সুলাভ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখশ প্রমুখ।