বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম পালেরমোর উদ্যোগে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৮:২৭,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ২৯৬ বার পঠিতবৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম পালেরমোর উদ্যোগে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ইতালি প্রতিনিধি
বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম”” পালেরমো, ইতালি’র উদ্যোগে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখছেন ৯০ এর গণ আন্দোলনের মহা নায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি, এবং সাবেক মন্ত্রী জনাব আমান উল্লাহ (আমান)।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মমিন মোল্লা — সভাপতি
“বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম” পালেরমো, ইতালি।
প্রধান অতিথিঃ আনোয়ার হোসেন ভূঁইয়া — উপদেষ্টা, “বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম” ও সহ-সভাপতি ইতালি বিএনপি।
প্রধান বক্তাঃ মোঃ আমিরুল হোসেনের সরকার — সিনিয়র সহ-সভাপতি, “বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম” ও সহ-সভাপতি, সিসিলি (পালেরমো) বিএনপি।
বিশেস অতিথি বৃন্দঃ তনির খান– সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ইতালি বিএনপি। বদরুল আলম শিপু — সভাপতি, সিসিলি (পালেরমো) বিএনপি ও সদস্য, ইতালি বিএনপি।হাজী মোহাম্মদ খোরশেদ আলম — সদস্য, ইটালি বিএনপি। মোঃ আশাহিদ আহমেদ মোশাহিদ — সদস্য, ইতালি বিএনপি। জনাব জিল্লর রহমান — সদস্য, ইতালি বিএনপি।সিসিলি (পালেরমো) বিএনপি’র পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব এ.ক. আজাদ — ১নং সদস্য।
সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জনাব নজরুল হুদা চৌধুরী (তুহিন)
সভাপতি– এম, রুশন মিয়া।সদস্য — মিয়া মোহাম্মদ ছায়েদ।
বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম এর উপদেষ্টা বৃন্দ উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আলী ইউনুস,খসরু নোমান, আব্দুস সাত্তার (নোয়াব মিয়া) সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম এর উপদেষ্টা জনাব ইউনুস মিয়া ও সহ সভাপতি মোঃ আঃ হালিম।
বক্তব্যেঃমোহাম্মদ আলাউদ্দিন (দুলাল) সহ-সভাপতি, মোঃ শাহআলম তালুকদার সহ-সভাপতি,কোরআন তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক
মোঃ মাহবুবুর রহমান তালুকদার।