ইতালিত মহিলা আওয়ালীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:৪৮,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৩৩১ বার পঠিতইতালিত মহিলা আওয়ালীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনর ৭৪তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে ইতালি মহিলা আওয়ামী লীগ। রোমের তরপিনাতারা সুন্দরবন রেষ্টুরেন্টে ইতালি মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিল ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। প্রধান বক্তা ছিল ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মলি জামান, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি উম্মে হানী প্রিন্স,নিলুফার নীলা,যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা পপি,মাহাবুবা চৌধুরী বাবলী ,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বে রোল মডেল । বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছে।শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।
অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন তুসকোলনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ ছত্তার।