হবিগঞ্জে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৮:৩২,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২২৫ বার পঠিতহবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরে অটোরিকশা চাপায় সায়েবা আক্তার (৩) নামে ১ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সে ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ মামুন মিয়ার দ্বিতীয় সন্তান। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বড়তলী মোহনপুর যাওয়ার আঞ্চলিক রাস্তার কালিকাপুর আমতলা নামক স্থানে।
সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে শিশু সায়েবা বাড়ির পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার চাপায় পড়ে। স্থানীয় লোকজন ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানান, শিশু সায়েবা আক্তার ঘটনাস্থলেই মারা গেছে। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, এলাকার চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম কামাল ও ইউপি মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অটো ড্রাইভারকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এরপর উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে মঙ্গলবার সকাল ১০টায় শিশুটির লাশ দাফন করা হয়।