সুনামগঞ্জে ১০০ বীর মুক্তিযোদ্ধা পেলেন লাল সবুজের উপহার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৩২,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৭৭ বার পঠিতসুনামগঞ্জে বিজয়ের মাসের প্রথম দিনে ১০০ বীর মুক্তিযোদ্ধাকে মুজিববর্ষের উপহার স্বরূপ লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লাল সবুজের ছাতা ও শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, এ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জ জেলার প্রায় চার হাজার বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের সহধর্মিনীদের উপহার দেয়া হবে।
এছাড়া জেলার এক লাখ শিক্ষার্থীকে লাল সবুজের ছাতা উপহার দেয়া হবে।