মোজাম্বিকে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৫৮:৪৮,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৫৭ বার পঠিতদক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সরোয়ার হোসেন (২৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
স্থানীয় বাংলাদেশিরা জানান, রোববার গভীর রাতে মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মাজেমাত নামক এলাকায় ডাকাত দল গুলি করে মৃত্যু নিশ্চিত করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
নিহত সরোয়ার হোসেন আলটামুলুক ডিস্ট্রিক থেকে ৪০ কিলোমিটার দূরে ব্যবসা করতেন। তিনি গত বছর ডিসেম্বরে বিয়ে করে ৭-৮ মাস বাংলাদেশে থেকে তিন মাস আগে মোজাম্বিকে ফিরে আসেন।
নিহত সরোয়ার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন হাজীবাজার বড়পাড়া গ্রামের বাসিন্দা। দেশে তার স্ত্রীর এ মাসেই সন্তান প্রসব হওয়ার কথা।
সোমবার বেলা ১১টায় আলতামুলক সিটিতে বাংলাদেশি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।