ইতালিতে বড়দিনে ভ্রমণে নিষেধাজ্ঞা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩১:৫১,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৯৭ বার পঠিতখ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে করোনা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেসময় এক রাজ্য থেকে আরেক রাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আনছে ইতালি।
বিবিসি জানায়, বড়দিনের সংক্রমণ রোধে কড়াকড়ি আরোপ করছে ইতালি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রাত ১০ থেকে ভোট ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হবে। কিছু অঞ্চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে তবে শুধু খাবার নিয়ে যাওয়া যাবে, ভেতরে বসে খাওয়া যাবে না।
এ ছাড়া আগামী ৭ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে স্কি খেলাও অবশ্যই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইতালিতে দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এদিন ৯৯৩ জনের মৃত্যু হয়।
ইতালির প্রধানমন্ত্রী ইউসেফ কোঁতে বলেন, ‘ভাইরাসের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে ফেলতে পারি না।’
তিনি বলেন, ‘জানুয়ারিতে সংক্রমণের তৃতীয় ধাক্কা আসতে পারে, যেটা প্রথম বা দ্বিতীয় ধাক্কার চেয়ে কোনো অংশে কম প্রাণঘাতী হবে না। আমাদের ঝুঁকি হ্রাস করতে অবশ্যই প্রস্তুত হতে হবে।’
নতুন কড়াকড়ি আরোপের ফলে বড়দিন, বক্সিং ডে এবং ইংরেজি নববর্ষে নিজ শহরেই অবস্থান করতে হবে। তবে এ সময় কাজের জন্য, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভ্রমণ করা যাবে।
দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৬ লাখের বেশি মানুষ।