সিলেটে এন্টিজেন টেস্ট শুরু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০০:১০,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৩২ বার পঠিতদ্রুততম সময়ে করোনা শনাক্তকরণে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শুরু হয়েছে এন্টিজেন টেস্ট।
শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ডা. হিমাংশু লাল রায় জানান, এই টেস্টের জন্য ৫০০ কিট ইতিমধ্যে হাসপাতালে এসে পৌঁছেছে। আরো ৫০০ কিট এসে পৌঁছানোর কথা রয়েছে। হাসপাতালের টেকনিশিয়ানরা এন্টিজেন টেস্টের জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছে।
তিনি বলেন, শুধুমাত্র যাদের এক সপ্তাহ ধরে করোনার কোনো একটি উপসর্গ রয়েছে, তাদেরই কেবল নমুনা সংগ্রহ করে এন্টিজেন টেস্ট করা হবে। আর এন্টিজেন টেস্টের মাধ্যমে গড়ে ২০ মিনিটের মধ্যে পাওয়া যাবে পজিটিভ ফলাফল। তবে নেগেটিভ ফলাফল আসলে প্রয়োজনে আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
এর ফলে করোনা আক্রান্ত শনাক্তকরণ সহজতর ও আধুনিক হলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।