সৃজিত-মিথিলার প্রথম বিবাহবার্ষিকী আজ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৫৫,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩১৯ বার পঠিতগত বছরের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৃজিত-মিথিলা। চোখের পলকে পার হয়ে গেলো তাদের বিয়ের একটি বছর।
আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উদযাপনে ছোট আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গিয়েছেন তারা।
নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করে পরিচালক লিখেছেন, ‘বনের দিনরাত্রি। ’
এর আগে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলেন সৃজিত মুখার্জি। সেই ছবিও ওঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়।