সিলেটে আক্রান্ত ১৪,৮২২

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:৫৮,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২০৫ বার পঠিতসিলেটে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩০ জনের। এর মধ্যে সিলেট জেলায় ২৮ ও মৌলভীবাজারে ২ জন। এ নিয়ে সিলেটে আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৮২২ জনে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২২ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৫৯৮, সুনামগঞ্জে ২৪৭৫, হবিগঞ্জে ১৯১১ ও মৌলভীবাজার জেলায় ১৮৩৮ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২ জন। তাদের মধ্যে সিলেট জেলার ১৯ ও মৌলভীবাজারের ৩ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩,৬২৫ জন। এর মধ্যে সিলেটে ৭৯১৪, সুনামগঞ্জে ২৪১৬, হবিগঞ্জে ১৫৭৭ ও মৌলভীবাজারে ১৭১৮ জন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৯ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ ও হবিগঞ্জে ১জন। এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৭। এর মধ্যে সিলেট জেলায় ১৮৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।