ফের কাশ্মীরে হামলা, ৫ পাক সেনার মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:০৬:২০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৩৬ বার পঠিতকাশ্মীর সীমান্তে রাতভর গুলির লড়াই হয়েছে। শুক্রবার পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনার ব্যাপক গুলির পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার পাল্টা গুলিতে পাঁচ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও তিনজন।
জানা গেছে, কোনও প্ররোচনা ছাড়াই বৃহস্পতিবার গভীর রাত থেকে পাকিস্তান সেনারা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে মানকোট সেক্টরের অসামরিক সেনাছাউনি লক্ষ্য করে গুলি ও শেল ছোঁড়ে। পাকিস্তান সেনার হামলায় বেশ কিছু অসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা আক্রমণ চালায় ভারতীয় সেনারাও। নিরাপত্তারক্ষীর গুলিবৃষ্টিতে অপর সীমান্তের পাঁচ সেনার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে আরও তিন সেনা। এছাড়া পাকিস্তান সীমান্তের বেশ কয়েকটি ব্যাংকারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুই সীমান্তে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
নভেম্বরের গোড়ার দিকে, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার হামলায় নিহত হন ১১ জন। বিএসএফের এক অফিসারসহ পাঁচ জওয়ান পাকিস্তানি গোলায় নিহত হয়েছেন। এ ছাড়া আর ছয় সাধারণ নাগরিকের মৃত্যু হয় পাকিস্তানের হামলায়। জানা গেছে, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার দিনভর একাধিক সেক্টরে বিনা প্ররোচনায় ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনা।