দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইট নামলো সিলেটে

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৩৫:৩১,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২০২ বার পঠিতঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরে জরুরী অবতরণ করে।
সুত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে বিমানটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ১০টা ৪২ মিনিটে কুয়াশা কেটে গেলে দুবাইয়ের ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।
এ তথ্যটি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ফ্লাইটে যাত্রী ছিলেন প্রায় দুই শতাধিক। ওসমানীতে বিমানটি অবতরণ করলেও যাত্রীরা বিমানের ভেতরেই ছিলো। তাদের কাস্টমস ও ইমিগ্রেশন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হয়।