অপরাধীর পরিচয় দেখা পুলিশের কাজ নয় : এসএমপি কমিশনার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:২৯,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২১৪ বার পঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, অপরাধী যেই হোক না কেন, মহানগর পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। পুলিশের কাজ পুলিশ করবে। অপরাধীর পরিচয় দেখা পুলিশের কাজ নয়। আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন এসএমপির লক্ষ্য। সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ কমিশনার বলেন, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। এ তালিকার কাজটি করছে পুলিশের দু’টি উইং। পাশাপাশি তীর শিলং জুয়া খেলার যারা এজেন্ট রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যাসহ পুলিশের কার্যক্রম নিয়ে পক্ষে-বিপক্ষে নানা কথা বলে। পরে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, আপনাদের পাশে আমরা থাকব, আপনারাও আমাদের পাশে থাকবেন। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধে পুলিশের কাজ অব্যাহত আছে। এজন্য পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো.শফিকুল ইসলাম, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সুহেল রেজা, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ-অপরাধ) মো.এহসান চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ সুরমা থানা) মো.ইসমাইল হোসেন।