সিলেটে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে : পরিকল্পনামন্ত্রী

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪২:০৮,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২০৫ বার পঠিতকরোনামুক্ত হয়ে সিলেট সফরে এসে ভালবাসায় সিক্ত হলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। শনিবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে একদিনের সফরে ওসমানী বিমানবন্দরে পৌঁছলে মন্ত্রীকে ফুলেল অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনায় পরিকল্পনা মন্ত্রী বলেন, সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা আমার আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি নিয়ে দাবি উপস্থাপন করবো।
বিমানবন্দরে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পরিচালালনায় এসময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান বাবুল আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা এড. শামসুল ইসলাম, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুদ কামাল সুফি, কামরুল ইসলাম, ছফু আহমদ, আলী হেসেন, জাহাঙ্গীর আলম জাবেদ, মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম প্রমুখ।