সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:১৯,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২২৩ বার পঠিতসিলেটে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২ জন। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৮৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৪ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৭৫০, সুনামগঞ্জে ২৪৯১, হবিগঞ্জে ১৯৩১ ও মৌলভীবাজার জেলায় ১৮৫২ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৯ জনকে নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সিলেটে ৮০৬৩, সুনামগঞ্জে ২৪২৯, হবিগঞ্জে ১৫৭৯ ও মৌলভীবাজারে ১৭২৩ জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ ও হবিগঞ্জে ২ জন।