বিশ্বে মৃত্যু ১৬ লাখ ছাড়ালো

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:৩৪,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ৩৪৫ বার পঠিতবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন চার কোটি ৯৭ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার রাত ৮ টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ১৩৬ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫৮৮ জনে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশী এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২ হাজারেরও বেশী। সুস্থ হয়েছেন ৯৫ লাখ ১১ হাজার।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৩৬ হাজার, মারা গেছেন এক লাখ ৮০ হাজার এবং সুস্থ হয়েছেন ৬০ লাখ।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ৩১ হাজার, মারা গেছেন এক লাখ ৪২ হাজার এবং সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৮ হাজার।
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থ মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১৩ হাজারেরও বেশী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৯ হাজার। সুস্থ হয়েছেন ৯ লাখ ৪ হাজার।