সিলেটে অগ্নিকাণ্ডে ১ হাজার ঘনফুট গ্যাসের ক্ষতি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৩০,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৭৬ বার পঠিতসিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় গ্যাস লাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হাজার ঘনফুট গ্যাসের ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে শাহিন নামের এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর পরই সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। তবে আগুন নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, টুকেরবাজার এলাকায় গ্যাস লাইনের পাশেই রাস্তার ব্রিজের কাজ করছিল সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা। এসময় ভুলবশত গ্যাসের পাইপে টান পড়লে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার জানান, চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় এক হাজার ঘনফুট গ্যাসের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘটনার সময় এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।