মাশরাফী-জহুরুল নৈপুণ্যে ফাইনালে খুলনা

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৯:১২,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৮২ বার পঠিতবঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জায়গা করে নিল জেমকন খুলনা। সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
জহুরুল ইসলাম অমির দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে ২১০ রানের পুঁজি গড়ে খুলনা। ৫১ বলে ৮০ রানের ইনিংস খেলেন জহুরুল। পরে মাশরাফী বিন মোর্ত্তজা বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তাতে চট্টগ্রামের ইনিংস ২ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৬৩ রানে।
ম্যাচসেরা হয়েছেন মাশরাফী। এই ম্যাচে দারুণ এক কীর্তিও গড়েছেন। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট (১৫৩) নেওয়ার কীর্তি হয়েছে তার।
চট্টগ্রাম অবশ্য আরেকটা সুযোগ পাচ্ছে ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলবে চট্টগ্রাম। এই ম্যাচে জয়ীরা ১৮ ডিসেম্বর ফাইনালে খুলনার সঙ্গী হবে।