সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ২:০৮:২০,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৯৫ বার পঠিতদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি দপ্তরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোমবার শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকালে শহীদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে শহীদের স্মরণে বিশেষ মোনাজাত, নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর : সোমবার সকালে দিবস উপলক্ষে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামসংলগ্ন (গণকবরে) শহীদ স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় এমপি খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আওয়ামী লীগ। এছাড়াও ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, সরকারি রাজেন্দ্র কলেজর অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, পলিটেকনিক ইনস্টিটিউট ভাইস প্রিন্সিপাল দীন ইসলাম খান, পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু প্রমুখ।
গাইবান্ধা : সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, ওয়াশিকার ইকবাল মাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম।
যশোর : জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার আশরাফ হোসেন পৃথকভাবে শ্রদ্ধা জানান। এদিকে শহীদদের আদর্শে দেশ গঠনের শপথ গ্রহণ করেন সাংস্কৃতিক নেতাকর্মীরা। শপথবাক্য পাঠ করান দীপংকর দাস রতন।
ঝালকাঠি : জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত প্রমুখ। স্মৃতিচারণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান, শফিকুল ইসলাম ও আলী ইমাম।
জয়পুরহাট : স্মৃতিস্তম্ভের পদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ইউএনও মিল্টন চন্দ্র রায় প্রমুখ।
মাগুরা : ইউএনও মো. ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, পুলিশ কর্মকর্তা লিটন কুমার দাস, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রউসউজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস, প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল, কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ তৌফিকুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ।
মেহেরপুর : শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুমে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। আরো বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মুক্তিযোদ্ধা আবদুল মালেক প্রমুখ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা আওয়ামী লীগ নেতা শামীম আরা হীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
মুন্সীগঞ্জ : সরকারি হরগঙ্গা কলেজের উদ্যোগে জামতলা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবদুল হাই তালুকদার। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মুন্সী সিরাজল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বল, অধ্যাপক তুহীন মুখার্জি, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।
নেত্রকোনা : জেলা প্রশাসক কাজি মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খমরু এমপি, সংরক্ষিত মহিলা এমপি হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল, সদর উপজেলা সভাপতি গাজী মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সাবেক জি এস মোখলেছুর রহমান খান বাবুল প্রমুখ।
দিনাজপুর : বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা এমপি জাকিয়া তাবাসসুম জুঁই। বক্তব্য দেন কবি ও সাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। মানববন্ধন ও আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা সৈকত পালের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সচেনতন নাগরিক কমিটির সদস্য সচিব রতন সিং, জাতীয় পার্টির নেতা আহমেদ শফী রুবেল, আবু তৈয়ব চৌধুরী দুলাল, আল মামুন বিপ্লব প্রমুখ।
পটুয়াখালী : পুরাতন জেলখানা বধ্যভূমিতে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম। শ্রদ্ধা জানান জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হালিম, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার প্রমুখ।
শেরপুর : সোমেশ্বরীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম। সভার শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ মতিন, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আবদুল্লাহেল আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন।
সিরাজগঞ্জ : জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, অ্যাডভোকেট বিমল কুমার দাস, ইসহাক আলী প্রমুখ।
পলাশবাড়ী (গাইবান্ধা) : বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ইউএনও কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আবু বকর প্রধান, শামিকুল ইসলাম সরকার লিপন, রফিকুল ইসলাম, ওসি মাসুদুর রহমান, আবদুর রহমান, রবিউল হোসেন পাতা, প্রমুখ।
হিলি (দিনাজপুর) : হিাকিমপুরের ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, এনএসআই হিলি অফিসের এডি আজম আলী, ডা. তৌহিদ আল হাসান, ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান প্রমুখ।
উজিরপুর (বরিশাল) : উপজেলা অডিটোরিয়ামে ইউএনও (ভারপ্রাপ্ত ) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, সাবেক সংসদ সদস্য আ. ওয়াদুদ সরদার, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু প্রমুখ।
নান্দাইল (ময়মনসিংহ) : ইউএনও মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, ফয়েজ উদ্দিন, মো. রুকন উদ্দিন আহম্মদ, রেবেকা সুলতানা, মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা মুক্তল হোসেন মাস্টার, এনামুল হক বাবুল, আলম ফরাজি, শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ।
আমতলী (বরগুনা) : হারুন অর রশিদের সভাপতিত্বে ও হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন খান মতিয়ার রহমান, জিয়া উদ্দিন সিদ্দিকী, তালুকদার মো. কামাল, অ্যাডভোকেট এম ইসহাক বাচ্চু, মো. ইউসুফ আলী, সাইফুল্লাহ নাসির, মো. হানিফ মিয়া, পারভেজ শাহারিয়ার প্রমুখ।
বাউফল (পটুয়াখালী) : ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওরাদার। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান, ওসি মোস্তাফিজুর রহমান, সামসুল আলম মিয়া প্রমুখ।
বেনাপোল (যশোর) : সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম সভাপতি শেখ কাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চলনায় স্মরণসভায় বক্তব্য দেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার, ওসি মামুন খান, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার, মুক্তিযোদ্ধা শাহআলম প্রমুখ।
আটোয়ারী (পঞ্চগড়) : উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. হুমায়ুন কবীর, কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, মো. নজরুল ইসলাম, মোজাম্মেল হক, মো. ইউসুফ আলী প্রমুখ।
মোংলা (বাগেরহাট) : কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শুনিল কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইব্রাহীম হোসেন, উৎপল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, সাখাওয়াত হোসেন মিলন, নুরুদ্দিন আল মাসুদ প্রমুখ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকার। সভাপতিত্ব করেন ইউএনও রামকৃষ্ণ বর্মন।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে গাঙ্গীনারপাড় বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
শেকৃবি : শেকৃবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
ফুলগাজী (ফেনী) : উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ইউএনও মো. সাইফুল ইসলাম, ওসি মো. কুতুব উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার উপস্থিত ছিলেন।
কয়রা (খুলনা) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাহিন বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম। বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট কেরামত আলী, কয়রা ওসি মো. রবিউল হোসেন, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান সহুমায়ুন কবির প্রমুখ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) : ইউএনও মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ডা. মো. খালিদ হোসেন প্রমুখ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার। শিক্ষক আবদুস সামাদের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, মো. সুমন মিয়া, সুখন চৌধুরী, পরিমল দাস প্রমুখ।