মেঘনা নদী থেকে নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১১:০৩,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৫৬ বার পঠিতনোয়াখালীর হাতিয়ার ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নববধু তাসলিমা ও আছমা নামের ২ জনসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলারটি কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনাস্থল থেকে দূরে থাকায় এখনো সঠিক কোন তথ্য নিশ্চিত করতে পারেননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।