শাহজালাল প্রায় ১১ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৪:৪৯,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৯০ বার পঠিতহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি টাকার মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এই ঘটনায় লুৎফর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণের এই বড় চালান ধরা পড়ে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মারুফের রহমান দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে।
একপর্যায়ে দুবাই থেকে আগত ফ্লাইট নং-ইকে-৫৮৪ আসা যাত্রী লুৎফর রহমান মুন্সীকে আটক করা হয়। পরে তার শরীরের বিভিন্ন অংশে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি।
এই কাস্টম কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়ার স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ধৃত লুৎফরের গ্রামের বাড়ি বাড়ি ময়মনসিংহ। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।