ট্রাম্পের ভ্যাকসিন নেওয়া গোপন থাকবে

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:১৬:৪১,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ২৭২ বার পঠিতযুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্যাকসিন নেয়ার দিনক্ষণ গোপন রাখতে চায় হোয়াইট হাউজ। দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয় ট্রাম্প যথাসময়েই করোনা ভ্যাকসিন নিবেন। তবে ঠিক কবে নিবেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি। খবর রয়টার্স।
মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেন, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হোয়াইট হাউসের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাসময়েই ভ্যাকসিন নেবেন প্রেসিডেন্ট। তিনি খোলা মনেই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।’
সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে। স্থানীয় সময় সকাল নয়টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে।
ভ্যাকসিন নেয়ার পর তিনি বলেন, ‘আজ আমি আশাবাদী, স্বস্তি অনুভব করছি। মনে হচ্ছে যে উপশম চলে এসেছে। আশা করছি এর মধ্য দিয়ে আমাদের ইতিহাসের এক ব্যথাতুর সময়ের অবসান হবে।’