ফুরালো রাইফেল যুগ, ট্যাকটিক্যাল বেল্ট পরে মাঠে পুলিশ

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৩২,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৫৫ বার পঠিতপ্রকাশ্যে রাইফেল বহন করতে পুলিশ আর দেখা যাবে না। পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র দেখে কেউ যেন আর ভয় না পান সেই উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। অস্ত্র দেখে জনআতঙ্ক দূর করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে ‘অপারেশনাল গিয়ার ট্যাকটিক্যাল বেল্ট’।
ট্যাকটিক্যাল বেল্ট পরে বিজয় দিবসের দায়িত্ব পালনে মাঠে নেমেছে পুলিশ। এর মধ্যদিয়ে পুলিশ সদস্যদের কাঁধে বা হাতে ভারী বন্দুক বহনের দিন ফুরালো। কোমরের বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার রয়েছে ঊরুতে বাঁধা। তাতে রয়েছে ছোট আগ্নেয়াস্ত্র, হ্যান্ড কাফ, ওয়ারলেস আর পানির বোতল।
প্রথমে ঢাকা মহানগর পুলিশের সাত হাজার ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিন হাজার পুলিশ সদস্যকে এই বেল্ট দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশের পুলিশ সদস্যরাই পাবেন এই ট্যাকটিক্যাল বেল্ট। বুধবার শাহবাগ ও রমনা এলাকায় ঘুরে ট্যাকটিক্যাল বেল্ট পরা অবস্থায় পুলিশ সদস্যদের কর্তব্য পালন করতে দেখা যায়।
শাহবাগ থানার পরিদর্শক তদন্ত আরিফুর রহমান সরদার বলেন, ‘আজ ছয়টি পার্টি ডিউটি দিচ্ছেন। শাহবাগ মোড়, মৎস্য ভবনের সামনে, প্রেসক্লাব, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় তারা কাজ করছেন ওই বেল্ট পরে। এছাড়া থানায় যারা ডিউটি দিচ্ছেন তারাতো লম্বা অস্ত্র নিয়ে কাজ করবে।
আগামী ৩০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলবে জানিয়ে আরেক পুলিশ কর্মকর্তা বলেন, পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।