ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা ও মোদি

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:০৩,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৭৩ বার পঠিতবাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে শীর্ষ বৈঠক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাটি হচ্ছে ভার্চুয়ালি।
এর আগে আজ সকালে বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ সাত খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এই বৈঠকে যুক্ত হয়েছেন। আর নরেন্দ্র মোদি তার দপ্তর থেকে যুক্ত হয়েছেন বৈঠকে।
আজ শুরুতেই বক্তব্য দেন নরেন্দ্র মোদি। এরপর ভাষণ দেন শেখ হাসিনা। পরে চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ চালুর ঘোষণা হয়।