জনসমক্ষে টিকা নেবেন বাইডেন

মিলান বার্তা ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৯:৪৫,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০২০ | সংবাদটি ১৮২ বার পঠিতজর্জিয়ায় স্থগিত থাকা দুটি সিনেট আসনে ডেমোক্রেটিক প্রার্থীদের পক্ষে প্রচারণার উদ্দেশ্যে বের হওয়ার আগে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমরা পর্যায়ক্রমে ভ্যাকসিন নিশ্চিত করব। আমি যখন ভ্যাকসিন নেব আপনারা সেটি দেখতে পাবেন। আমরা প্রকাশ্যে ভ্যাকসিন নেব।
ড. ফাউসি পরামর্শ দিয়েছেন আমাকে দ্রুত টিকা নেয়ার জন্য।’ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে তিন লাখের বেশি মানুষ মারা গেছেন। শীতকালে সেখানে দেশজুড়ে করোনা আক্রান্তের হার অনেক বেড়েছে।
যুক্তরাষ্ট্রে সোমবার থেকে গণহারে করোনার টিকা প্রয়োগ শুরু করেছে। চলতি মাসের মধ্যে দুই কোটি মানুষকে টিকাদান নিশ্চিত করতে চায় দেশটি।
ট্রাম্পের ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা : বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ করোনার ভ্যাকসিন নেবেন তা জানানো হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেন, হোয়াইট হাউসের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শমতো যথাসময়ে প্রেসিডেন্ট টিকা নেবেন। স্বেচ্ছায় আগ্রহী হয়েই টিকা নেবেন তিনি। তবে কবে, কখন, কীভাবে তিনি টিকা নেবেন সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়।
ট্রাম্প এবং তার কট্টর সমর্থকরা করোনাকে ভুয়া ও জুজুর ভয় বলে অভিহিত করেছেন।